আন্তর্জাতিক, আমেরিকা

খাশোগি হত্যার প্রতিবেদন প্রকাশের আগে বাইডেন-সৌদি বাদশাহ ফোনালাপ

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শুক্রবার ২৬শে ফেব্রুয়ারি ২০২১ ১১:০৯:৩৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি বাদশাহ সালমানের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সালমানের সঙ্গে কথা বললেন বাইডেন। 

সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে একটি গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তার আগে পুরোন মিত্রের সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপনের জন্য বাইডেন এ ফোনালাপ করেছেন বলে বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে।

ধারণা করা হচ্ছে, এই প্রতিবেদনে সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করা হতে পারে। ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সর্বজনীন মানবাধিকার ও আইনে শাসন প্রতিষ্ঠার গুরুত্ব সম্পর্কে তুলে ধরেছেন। এছাড়াও ইরান সমর্থিত গোষ্ঠীর পক্ষ থেকে সৌদি আরবের ভূখণ্ড রক্ষায় সহযোগিতায় মার্কিন প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেছেন বাইডেন।

আরও পড়ুন