বাংলাদেশ, জাতীয়, জেলার সংবাদ

খুলনা জেলা লকড ডাউন

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

বুধবার ৮ই এপ্রিল ২০২০ ১০:৩৫:১৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

খুলনা জেলাকে লকড ডাউন (অবরুদ্ধ)  ঘোষণা করেছে। এ নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে গণবিজ্ঞপ্তি।

বুধবার (৮ই এপ্রিল) রাতে খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন গণবিজ্ঞপ্তি জারি করেন। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই বিজ্ঞপ্তি জারি থাকবে। 

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, খুলনা জেলা প্রশাসনের অনুমতি ব্যতীত খুলনা জেলায় সকল ধরণের যানবাহন প্রবেশ ও বের হওয়া বন্ধ থাকবে। তবে চিকিৎসা সংশ্লিষ্ট, অত্যাবশ্যকীয় পণ্য ও সেবা যেমন: খাদ্যদ্রব্য, কৃষি পণ্য, সেচ সরঞ্জাম ও জ্বালানি তেল বহনের গাড়ি এ নিদের্শনার বাইরে থাকবে। এছাড়া, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, হিসাব রক্ষণ অফিস এবং জরুরি সেবা সংশ্লিষ্ট অফিস এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

অপরদিকে, ক্লিনিক, হাসপাতাল ও ওষুধের দোকান ব্যতীত অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ও বাজার প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। রূপসা সান্ধ্যবাজার, কেসিসি সান্ধ্যবাজার ও সোনাডাঙ্গাস্থ কেসিসি পাইকারি কাঁচাবাজার পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী (রাত ৯টা পর্যন্ত) সময়সূচি বহাল থাকবে। এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, এর আগে খুলনা মহানগরীতে যানবাহন ও জনসাধারণের আগমন ও প্রস্থানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কেএমপি। গতকাল মঙ্গলবার খুলনার রূপসা উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন