খেলাধুলা, ক্রিকেট

খেলার জন্য দ্রুত ফিট হতে চান করোনাজয়ী নাজমুল অপু

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৭ই জুলাই ২০২০ ১২:৫১:২৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনামুক্ত হলেও এখনই ফিটনেস ট্রেনিং শুরু করতে পারছেন না নাজমুল ইসলাম অপু। অন্তত এক সপ্তাহ বেড রেস্টের পরামর্শ বিসিবি চিকিৎসকের।

দীর্ঘ বিরতির পর মাঠের চ্যালেঞ্জকে জয় করতে দ্রুত নিজেকে তৈরি করতে চান টাইগার স্পিনার অপু।

ক্রিকেটারদের ঝুকি এড়াতে অনুশীলন শুরু না করলেই কি? এড়ানো যায় নি করোনা সংক্রমণ। মাশরাফীর সাথে নাজমুল অপু দুজনই হয়েছিলেন পজিটিভ। ম্যাশ এখনও আক্রান্ত, দুই পরীক্ষায় হয়েছেন পজিটিভ, তৃতীয়টা ১০ বা ১১ জুলাই। তবে, সুখবর অপুর সুস্হ হয়ে ওঠা। স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন পরিবারের সবাই। তাইতো মাঠে ফেরার অপেক্ষাতে টাইগার স্পিনার।

করোনা থেকে মুক্তি তো মিলেছে। তবে, কি শুরু করা যাবে ফিটনেস ট্রেইনিং বা অনুশীলন! অপুদের মাঠে ফেরার রিহ্যাব প্রক্রিয়াটাই বা কি? এনিয়ে বিসিবির নির্দিষ্ট কোন গাইডলাইন নেই। তবে অন্ততপক্ষে এক সপ্তাহ বিশ্রামে থাকার পর ধীরে ধীরে শারীরিক ফিটনেস শুরুর পরামর্শ দিয়েছেন বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। বাকীদের থাকতে বলছেন সতর্ক।

দীর্ঘ বিরতির পর মাঠে ফেরা এমনিতেই চ্যালেঞ্জিং, তার উপর করোনার ধকল। সব উতরে মাঠের সেই চ্যালেঞ্জ নিতে দ্রুত তৈরি হতে চান নাগিন ড্যান্সখ্যাত অপু। তবে, চাইলেই তো আর হবে না। চাই সার্বিক পরিস্হিতির উন্নয়ন।

আরও পড়ুন