জাতীয়, ভারত, ক্রিকেট

খেলা দেখতে শেখ হাসিনাকে মোদির আমন্ত্রণ

ইসতিয়াক হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৪ই নভেম্বর ২০১৯ ০৫:০৩:১৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইডেন গার্ডেনে ২২শে নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট ম্যাচ।

বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদি। বুধবার রাতে, শেখ হাসিনাকে এই চিঠি পাঠান মোদি।

বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রমন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

মন্ত্রী জানান, আমন্ত্রণে সাড়া দিয়ে টেস্ট ম্যাচের প্রথম দিন ২২শে নভেম্বর সকালে প্রধানমন্ত্রী কলকাতা যাবেন, ফিরবেন সন্ধ্যায়। খেলা দেখতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এর আগে,  ইডেন গার্ডেনে বাংলাদেশের খেলা প্রথম টেস্টকে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। তখন জানা যায়, ঐতিহাসিক ইডেন গার্ডেন টেস্টে রেওয়াজ অনুযায়ী ঘণ্টা বাজাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে গত ৩০ অক্টোবর দিল্লি গেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এর মধ্যেই সেখানে তিন ওয়ানডে খেলেছে টাইগাররা। মুশফিকরা একটিতে জয় পেলেও বাকি দুটি ম্যাচ জিতে নিয়ে সিরিজ জিতেছে ভারত। 

আরও পড়ুন