আন্তর্জাতিক

'গত জুলাই ছিল বিশ্বের উষ্ণতম মাস'

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ১৪ই আগস্ট ২০২১ ১২:৫৫:১০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

১৪২ বছরের ইতিহাসে গত জুলাই ছিলো বিশ্বের উষ্ণতম মাস।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বৈজ্ঞানিক ও নীতিনির্ধারণী সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ভূ ও সমুদ্রপৃষ্ঠ মিলিয়ে গত মাসের বৈশ্বিক তাপমাত্রা ছিলো বিংশ শতাব্দীর গড় ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে  শূন্য দশমিক ৯ তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। বিশ্বে জলবায়ু পরিবর্তন যে বিরক্তিকর এবং বিঘ্নিত পথ তৈরি করেছে তাতে নতুন সংযোজন এই রেকর্ড।

যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন জানায়, জুলাইয়ে তাপমাত্রার এমন রেকর্ড রীতিমত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।  

গত সপ্তাহে জাতিসংঘের ইন্টারগর্ভমেন্টার প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের জলবায়ু বিজ্ঞান রিপোর্টে বলা হয়, ২০৩০ সালের মধ্যে পৃথিবীর উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে চলেছে। বিশ্বজুড়ে জলবায়ু যেভাবে পরিবর্তন হচ্ছে তার সর্বাধুনিক বিশ্লেষণই দিয়েছেন বিজ্ঞানীরা।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রভাবেই এমন হয়েছে। এর আগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২০১৬ সালের জুলাই মাসে যা পরে ২০১৯ ও ২০২০ সালেও একই হয়।

আরও পড়ুন