খেলাধুলা, ক্রিকেট

'গত ১০ বছরে ক্রিকেটকে শেষ করেছে আইসিসি'

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৮শে মে ২০২০ ০১:২৭:০০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গত ১০ বছরে ক্রিকেটকে শেষ করেছে আইসিসি; এমনটাই বললেন সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার। এনডিটিভি জানায়।

এবার ইন্টার ন্যাশনাল ক্রিকেট কাইন্সিল-আইসিসি কে এক হাত নিলেন পাকিস্তানের প্রাক্তন তারকা বোলার শোয়েব আখতার ।  তার মতে, গত ১০ বছরে ক্রিকেটকে শেষ করে দিয়েছে আইসিসি। হাঁটু মুড়ে বসে পড়েছে ক্রিকেট। ইএসপিএন ক্রিকইনফোর পডকাস্টে ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন শোয়েব আখতার।

হোয়াইট বল ক্রিকেটের বেশ কিছু প্লেইং কন্ডিশন নিয়ে অভিযোগ করেন শোয়েব আখতার। মঞ্জরেকর তাকে প্রশ্ন করেন, যে বর্তমান সময়ে ফাস্ট বোলরা কিছুটা মন্থর হয়ে যাচ্ছেন, বিশেষ করে টি২০তে সেখানে স্পিনাররা দ্রুত গতিতে বল করছেন। আর তা নিয়ে বলতে গিয়েই এই মন্তব্য করেন তিনি।

আখতার বলেন,  'আমি কি স্পষ্টভাবে তোমাকে কিছু বলতে পারি? ওরা (আইসিসি) খেলাটাকে শেষ করে দিয়েছে। আমি সামনা সামনি বলছি শেষ ১০ বছরে আইসিসি সাফল্যের সঙ্গে ক্রিকেটকে শেষ করে দিয়েছে এবং আমি বলব, কাজ খুব ভালো হয়েছে। যা ভেবেছিলেন আপনারা তাই করে দিয়েছেন।'

সচিন তেন্ডুলকার প্রসঙ্কে শোয়েব বলেন, 'ও কখনও আক্রমণাত্মক ছিল না। কিন্তু হ্যাঁ, আমি ওর মধ্যে বের করে আনার চেষ্টা করতাম। যেমন ২০০৬ পাকিস্তান সফর, আমি জানতাম ওর টেনিস এলবোর সমস্যা রয়েছে এবং ও আমাকে হুক বা পুল করতে পারবে না, তাই আমি ওকে পর পর বাউন্সার দিয়ে গিয়েছি থামিয়ে রাখার জন্য।'

বিরট কোহলির প্রসঙ্গেও কথা বলেন শোয়েব আখতার। তিনি বলেন,‘বিরাট কোহলি যদি ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস বা শেন ওয়ার্নের বিরুদ্ধে খেলত তাহলে ও নিজেকে বিচার করতে পারত ও কোথায় দাঁড়িয়ে রয়েছে।'

আরও পড়ুন