জেলার সংবাদ

গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ২৭শে ফেব্রুয়ারি ২০২১ ০১:২৮:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরের বাগাতিপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

নিহত গৃহবধূ বিলকিস খাতুন (২২) উপজেলার জামনগর ইউনিয়নের জালালপুর গ্রামের সেলিম উদ্দিনের স্ত্রী। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিলকিস স্বামী ও ২ বছরের ছেলে সন্তান রেখে নিজ বাড়িতে আত্মহত্যা করেন।

জানা যায়, বিলকিসের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বামী ও ছেলে কান্না করতে থাকে, তাদের কান্নায় আশেপাশের লোক জড়ো হয় এবং তারা থানার ফোন করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় সূত্রে শোনা যায়, স্বামী দিনমজুর হওয়ার কারণে তার পরিবারে অশান্তি লেগেই থাকতো। ঠিকমতো খাবার দাবারও খেতে পেতো না তারা, সব সময় মুখ ভাড় করে দেখা যেতো তাকে। আশঙ্কা করা যাচ্ছে এইসব কারণেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ওসি নাজমুল হক জানান, মরদেহ ময়না তদন্তের রিপোর্ট আসলে সম্পূর্ণ বোঝা যাবে। এছাড়াও থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন