জেলার সংবাদ, অপরাধ

গাঁজা বিক্রির দায়ে স্বামী-স্ত্রীর কারাদন্ড

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৩শে জানুয়ারী ২০২০ ০৭:২০:৫১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গাঁজা মজুদ করে বিক্রি করে আসছিল এই দম্পতি।

মানিকগঞ্জ সদর উপজেলার চান্দইর এলাকায় গাঁজা বিক্রি করার দায়ে স্বামী-স্ত্রীকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে, মানিকগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আবু দারদা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে কারাদন্ড প্রদান করেন।

দন্ড প্রাপ্তরা হলেন- সদর উপজেলার চান্দইর এলাকার মো. আলেকজান্ডার (৩৫) এবং তার স্ত্রী আকলিমা বেগম (৩০)। এদের মধ্যে আলেকজান্ডারকে ২ বছর এবং তার স্ত্রী আকলিমাকে ৬ মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মাদকদ্রব্য অধিদফতরের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গাঁজা মজুদ করে বিক্রি করে আসছিল আলেকজান্ডার ও তার স্ত্রী আকলিমা। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চান্দইর এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ স্বামী স্ত্রীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আবু দারদা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক স্বামী-স্ত্রীকে ওই কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন