অপরাধ

গাইবান্ধায় ভুয়া সেনা সদস্য আটক

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২০শে জানুয়ারী ২০২২ ০৪:২১:৪১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাইবান্ধার সাদুল্লাপুরে ভুয়া সেনা ক্যাপ্টেন পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রতারকের প্রকৃত নাম আব্দুর রাজ্জাক। তিনি সেনা ক্যাপ্টেন সাগর পরিচয় দিয়ে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোতে কথা বলে বিভিন্ন মানুষের সঙ্গে দীর্ঘদিন থেকে প্রতারণা করে আসছিলেন।

আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে গাইবান্ধার পুলিশ সুপার তৌহিদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

এসময় তিনি বলেন, গোবিন্দগঞ্জের নজরুল ইসলাম প্রধানের জর্ডান প্রবাসী কন্যা উম্মে  জাহানের সঙ্গে ভুয়া ক্যাপ্টেন সাগরের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের পর থেকে সব সময় ফোনে কথা বলতেন তারা। এক পর্যায়ে উম্মে জাহানের ভাইকে চাকরি দেয়ার কথা বলে ৩ লাখ আশি হাজার টাকা হাতিয়ে নেয় সাগর। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় উম্মে  জাহানের বাবা ডিজিটাল নিরাপত্তা আইনে একটি প্রতারণার মামলা করেন।

পুলিশ সুপার আরও জানান, ভুয়া ক্যাপ্টেন সাগর ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে সিলিং ফ্যান প্রতীক নিয়ে সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই ঘটনায় তার সঙ্গে আর কেউ জড়িত আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন