ধর্ম, জেলার সংবাদ

গাজীপুরের পানজোরা ধর্মপল্লিতে সাধু আন্তনীর তীর্থোৎসব পালিত

ময়ূখ

ডিবিসি নিউজ

শুক্রবার ৭ই ফেব্রুয়ারি ২০২০ ০৭:১৪:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজীপুরের কালীগঞ্জে পানজোরা ধর্মপল্লিতে খ্রিস্ট সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব চিরকালীন যাজক সাধু আন্তনীর তীর্থোৎসব পালিত হয়েছে।

সকাল থেকে দুই পর্বে এই তীর্থোৎসবের আয়োজন করে কালীগঞ্জের নাগরী ধর্মপল্লীর পালকীয় পরিষদ। উপমহাদেশের অন্যতম প্রধান খ্রিস্টধর্ম প্রচারক সাধু আন্তনির স্মরণ উৎসবে দেশ-বিদেশের বিপুল সংখ্যক যিশুর ভক্তরা প্রার্থনায় অংশ নেন। প্রার্থনা সভা পরিচালনা করেন আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও। 

স্মরণ উৎসবে প্রশস্তিমূলক সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে সাধু আন্তনির প্রতি আরতি প্রদান করেন ভক্তরা। পরে আর্চবিশপ ও যাজকরা বাইবেল পাঠ ও খ্রিস্ট ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করেন।  

১৬৬৩ সাল থেকে কালীগঞ্জের পানজোরায় সাধু আন্তনির স্মরণে এই তীর্থোৎসব পালিত হয়ে আসছে।

আরও পড়ুন