আন্তর্জাতিক, এশিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি

গুরুত্বপূর্ণ পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

রবিবার ৮ই ডিসেম্বর ২০১৯ ১০:২১:১৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উত্তর কোরিয়া তার উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

কেসিএনএর প্রতিবেদনের দাবি করা হয়, এ পরীক্ষা ভবিষ্যতে উত্তর কোরিয়ার কৌশলগত অবস্থান বদলে দিতে পারে। এর বাইরে আর কোনো তথ্য দেয়া হয়নি।

বিশ্লেষকদের ধারণা, এটি স্যাটেলাইট উৎক্ষেপণে কোনো গুরুত্বপূর্ণ যন্ত্রের পরীক্ষা অথবা আন্তঃমহাদেশীয় কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা হতে পারে।

অন্যদিকে, মার্কিন কর্মকর্তারা বলছেন, যে ধরনের উৎক্ষেপণ কেন্দ্রের কথা পিয়ংইয়ং বলছে, তা অনেক আগেই বন্ধের কথা ছিল। উত্তর কোরিয়া তার প্রতিশ্রুতি রাখেনি, এই পরীক্ষার খবর সেটাই প্রমাণ করেছে।  

এছাড়া , জাতিসংঘে দেশটির প্রতিনিধি কিম সং শনিবার বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো ধরনের সংলাপের প্রয়োজন নেই। পারমাণবিক অস্ত্র ইস্যুতেও আর কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন উত্তর কোরীয় প্রতিনিধি।  

আরও পড়ুন