সিনাগগ হামলা

গুলি করে হত্যার সময় লাইভ স্ট্রিম করে হামলাকারী

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই অক্টোবর ২০১৯ ০৩:১১:২১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জার্মানির হালে শহরে সিনাগগ হামলার চেষ্টার সময় অনলাইনে একটি ভিডিও গেম প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করে হামলাকারী।

সিনাগগে ঢুকতে ব্যর্থ হলেও, দুজনকে হত্যা করে হামলাকারী। এরইমধ্যে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, হামলার সময় একটি অনলাইন ভিডিও গেম প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং করেছিল হামলাকারী। তার পরনে ছিলো সেনাবাহিনীর মতো পোশাক ও সঙ্গে ছিল ভারী অস্ত্র। ভিডিওটি এখন সরিয়ে ফেলা হয়েছে।

হামলার সময় সিনাগগে ইহুদি উৎসব পালনে গিয়েছিলেন স্থানীয়রা। কিন্তু, সেখানে ঢুকতে ব্যর্থ হওয়ায়, রাস্তায়ই দুজনকে হত্যা করে হামলাকারী।

হামলাকারী উগ্র-ডানপন্থী ছিল বলে জানিয়েছেন, জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সিহোফার।

আরও পড়ুন