জেলার সংবাদ, অপরাধ

গোপন বৈঠককালে জিহাদী বইসহ ২ জন গ্রেপ্তার

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৭ই জুলাই ২০২০ ১০:৫৩:১৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের উদ্দেশ্যে গোপনে বৈঠক করার সময় জিহাদী বইসহ ২ জন গ্রেপ্তার।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের উদ্দেশ্যে গোপনে বৈঠক করার সময় গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের আরিফ খা বাসুদেবপুর গ্রাম থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো: আ: আউয়াল (৬০), মো: নুরুল ইসলাম (৫০)।

সদর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে আরিফ খা বাসুদেবপুর গ্রামের একটি ঘরের ভিতর মো: আব্দুল আউয়াল ও মো: নুরুল ইসলামসহ পলাতক ও অজ্ঞাতনামা আসামীরা নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিষয়ে গোপন বৈঠক করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরণের জিহাদী বই ও লিফলেট উদ্ধার করে পুলিশ।

সদর থানার অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই রাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্য আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশী অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন