বাংলাদেশ, জেলার সংবাদ, শিক্ষা

গোপালগঞ্জে মেডিক্যাল ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

সোমবার ২২শে নভেম্বর ২০২১ ০৯:০৩:৪৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জে ইভটিজিং এর ঘটনাকে কেন্দ্র করে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

সংঘর্ষে আহত হয়েছে গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলামসহ অন্তত ৩০ জন। ভাঙচুর করা হয়েছে মেডিক্যাল কলেজের বিভিন্ন ভবনের কাচ। আহতদের মধ্যে ৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

রবিবার রাত ৯টা থেকে শুরু হয় সংঘর্ষ। বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। রাত পৌনে ১২টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন জানান, কলেজের মাঠে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নিয়মিত ক্রিকেট খেলে। ছাত্রীদের উদ্দেশ্য করে নানা মন্তব্য করায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সেখানে ক্রিকেট খেলতে নিষেধ করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল আলম বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন