সংস্কৃতি

গ্যালারী কায়ায় ছাপচিত্র প্রদর্শনী 'মাস্টার অ্যান্ড প্রডিজিস'

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২৮শে ফেব্রুয়ারি ২০২১ ০৯:৪১:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চৌত্রিশজন ভারতীয় শিল্পীর চিত্রকর্ম নিয়ে গ্যালারি কায়ায় শুরু হলো বিশেষ ছাপচিত্র প্রদর্শনী মাস্টার এন্ড প্রডিজিস। রবিবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দ্বোরাইস্বামী।

করোনাকালে শুধু অনলাইন প্রদর্শনীতে সীমাবদ্ধ থাকার পর আবার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো নান্দনিক চিত্রশালা গ্যালারি কায়া। উদ্বোধনী আয়োজনে এচিং, লিথোগ্রাফি, উডকাট, ড্রাইপয়েন্ট, একুয়াটিন্টের মত বৈচিত্র্যময় সব কৌশলের ছাপচিত্র দেখতে ভীড় জমান শিল্পপ্রেমীরা।

গ্যালারি কায়ার বত্ত্বাধিকারী গৌতম চক্রবর্তী জানান,'যাদের কাজ প্রদর্শিত হচ্ছে তাদের মধ্যে অনেকেই এখন আর বেঁচে নেই। বেশ স্বনামধন্য শিল্পী, বড় মাপের শিল্পীদরে একই ছাদের নীচে দেখতে পাওয়া, এটা একটা বিশেষ ব্যাপার।

ফিদা হুসেইন, সোমনাথ, এস এইচ রাজা, কেজি সুভ্রমনিয়াম, কৃষেণ খান্না সহ ৩৪ ভারতীয় চিত্রশিল্পীর ৫৫টি দুর্লভ ছাপচিত্র নিয়ে শুরু হলো গ্যালারি কায়ার এই আয়োজন। 



উপমহাদেশের প্রকৃতি ও প্রাণের নানা দৃশ্যকল্প নিয়ে আয়োজিত এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে ১৬ই মার্চ পর্যন্ত। 

আরও পড়ুন