বাংলাদেশ, অর্থনীতি, জেলার সংবাদ

গ্যাস, পানি ও ড্রেনেজসহ সংকটের শেষ নেই মানিকগঞ্জ বিসিকে

Hafijul Haque Ujjal

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৫শে নভেম্বর ২০২১ ০৭:৩৯:৩৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গ্যাস, পানি ও ড্রেনেজ ব্যবস্থাসহ সংকটের শেষ নেই মানিকগঞ্জ বিসিক নগরীতে। এসব সংকটে পড়ে ধুকছে নগরীর শিল্প প্রতিষ্ঠানগুলো। এ অবস্থা চলতে থাকলে বিসিকে শিল্প প্রতিষ্ঠান স্থাপনে আগ্রহ হারাবেন ব্যবসায়ীরা।

১৯৮৮ সালে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় প্রায় সাড়ে ১০ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্প নগরী। ৬৯ টি প্লটের মধ্যে ২৬টিতে গড়ে ওঠে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান।

বর্তমানে ১৪ টি প্রতিষ্ঠান চালু থাকলেও নানা প্রতিবন্ধকতায় বন্ধ হয়ে গেছে বাকিগুলো। শিল্প নগরীতে রয়েছে গ্যাস, পানি, ড্রেনেজসহ বিভিন্ন সমস্যা। সেইসাথে ব্যাংক ঋণ নিয়েও রয়েছে নানা জটিলতা।  সমস্যা নিরসনে কর্তৃপক্ষের সঠিক নজরদারি নেই বলে অভিযোগ উদ্যোক্তাদের। তারা বলেন,‘প্রায় ১৫-১৬ বছর যাবত এখানে পানির সমস্যা রয়েছে। ঠিকমতো গ্যাস থাকে না। রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ। এছাড়া ব্যাংক ঋণ নিয়েও রয়েছে জটিলতা।’

দ্রুত সময়ের মধ্যে রুগ্ন প্রতিষ্ঠাগুলো চালু না হলে নতুন উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করা হবে। পাশাপাশি পানি ও গ্যাসের সমস্যা নিরসনেরও চেষ্টা চলছে বলে জানালেন মানিকগঞ্জ বিসিকি শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক
মোহাম্মদ মাহবুবুল ইসলাম।

শিল্প নগরীর সমস্যা সমাধানে কর্তৃপক্ষ যথাযথ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা  মানিকগঞ্জের উদ্যোক্তাদের।

আরও পড়ুন