জেলার সংবাদ, কৃষি

ঘাস চাষে খরচ কম, লাভ বেশি

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১০ই ডিসেম্বর ২০১৯ ১১:২৫:০৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশে চারণ ভূমি কমে যাওয়ায় ঘাসের অভাবে গবাদি পশু পালনে আগ্রহ কমছে মানুষের। সেই সংকট মেটাতেই নোয়াখালীতে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ঘাস চাষ।

অন্য ফসলের চেয়ে ঘাস চাষে কষ্ট ও খরচ কম, কিন্তু লাভ বেশি। বাণিজ্যিকভাবে চাষ করে অনেকেই হয়েছেন সফল। আর, সম্ভাবনাময় হওয়ায় কৃষকদের ঘাস চাষে উৎসাহ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ।

জেলার সুবর্ণচর, হাতিয়া, কোম্পানিগঞ্জে ৪ থেকে ৫শ’ একর জমিতে চাষ হচ্ছে নেপিয়ার, জার্মান, জাম্বু পাপচনসহ বিভিন্ন জাতের ঘাস। চাষিরা বলছেন, অন্য ফসলের তুলনায় ঘাস চাষে খরচ কম। উল্টো উৎপাদন ও লাভ বেশি। তাছাড়া, তেমন কোন যত্ন-আত্তিরও দরকার হয় না। সরকারি সহায়তা পেলে নোয়াখালী জেলায় ঘাস চাষ আরও বাড়বে বলে মনে করেন চাষিরা।

খামারিরা জানান, আগে গো-খাদ্যের সংকট ছিলো। এখন জেলায় ব্যাপকভাবে ঘাস চাষ হওয়ায় একদিকে যেমন চাহিদা পূরণ হচ্ছে, তেমনি অনেকে স্বাবলম্বীও হচ্ছেন।

জেলায় এ জাতের ঘাসের বাণিজ্যিক সম্ভাবনা থাকায় কৃষকদের নানা ভাবে উদ্বুদ্ধ করছে প্রাণিসম্পদ বিভাগ।

আরও পড়ুন