জেলার সংবাদ, অপরাধ

ঘুষের ৯৩ লাখ টাকাসহ এক সার্ভেয়ার আটক

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ১৯শে ফেব্রুয়ারি ২০২০ ০৯:৫৭:৩৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অভিযানে টাকা ছাড়াও বিভিন্ন ব্যাংকের একাধিক চেক ও সরকারি বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়েছে।

কক্সবাজারে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার তিন সার্ভেয়ারের বাসায় অভিযান চালিয়ে ঘুষের ৯৩ লাখ টাকাসহ এক সার্ভেয়ারকে আটক করেছে র‌্যাব। এ সময় বিভিন্ন ব্যাংকের চেক ও নথিপত্র উদ্ধার করা হয়েছে।  

বুধবার দুপুরে, কক্সবাজার শহরের বাহারছড়া ও তারাবুনিয়ারছড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, কক্সবাজারে বেশ কটি সরকারি মেগা-প্রকল্পে ভূমি অধিগ্রহণকে ঘিরে সংঘবদ্ধ একটি চক্র বড় অংকের টাকা আদায় করছে এমন অভিযোগ পায় তারা। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ফরিদের বাসা থেকে ঘুষের ৬০ লাখ এবং ফেরদৌসের বাসা থেকে ২৭ লাখ এবং মোহাম্মদ ওয়াসিমের বাসা থেকে নগদ ৬ লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় ওয়াসিমকে আটক করা সম্ভব হলেও বাকি দুইজন পালিয়ে যায়। তারা কক্সবাজার ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার হিসেবে কর্মরত রয়েছেন।

আরও পড়ুন