অপরাধ

চট্টগ্রামে দুদকের মামলায় কাস্টমসের দুই কর্মকর্তা ও সাবেক মেয়র কারাগারে

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২০শে জানুয়ারী ২০২২ ০৩:৩৮:৪৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামে দুদকের দায়ের করা মামলায় কাস্টমসের দুই রাজস্ব কর্মকর্তা রবিউল ইসলাম মোল্লা, নাসির উদ্দিন খান ও মহেশখালীর সাবেক মেয়র সরওয়ার আজমকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৪শে নভেম্বর নেপচুন ট্রেডিং এজেন্সির মালিক ইকবাল হোসেন মজুমদার ২৪ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে ইলেকট্রনিক্স পণ্য আমদানি করে। কিন্তু তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেয়া হয়। এই অভিযোগে কাস্টমসের ২ রাজস্ব কর্মকর্তা, আমাদানিকারক ইকবাল হোসেন ও সিএন্ডএফ এজেন্ট বনলতার মালিক আবদুল মালেকের বিরুদ্ধে মামলা দয়ের করে দুদক।

এই মামলায় জামিন নিতে দুই রাজস্ব কর্মকর্তা হাইকোর্টে গেলে তাদের নিম্ন আদালতে আত্নসমর্পণের আদেশ দেয়া হয়। বাকি ২ আসামি আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্ট পলাতক রয়েছে।

এছাড়া মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজমের বিরুদ্ধে দায়ের করা মামলায়ও তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

আরও পড়ুন