বাংলাদেশ, জাতীয়, জেলার সংবাদ, আইন ও কানুন

চট্টগ্রামে বিমান ছিনতাই মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৩শে জানুয়ারী ২০২০ ০৯:৪৪:১৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামে বিমান ছিনতাই মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগর আদালতের প্রসিকিউশন শাখায় এই প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া।

তিনি জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ঠ ৭৯ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে ৩০৮ পৃষ্ঠার প্রতিবেদনটি জমা দেয়া হয়েছে। বিমান ছিনতাই চেষ্টায় নিহত পলাশ আহমেদ ছাড়া অন্যকারো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাই মামলা নিষ্পত্তির জন্য চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

গেল বছরের ২৪শে ফেব্রুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ময়ূরপঙ্খী ছিনতাইয়ের চেষ্টা করা হয়। পরে চট্টগ্রামে জরুরি অবতরণের পর কমান্ডো অভিযানে নিহত হন ছিনতাই চেষ্টাকারী পলাশ।

আরও পড়ুন