খেলাধুলা, ক্রিকেট

চট্টগ্রামে শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট

ফারুক

ডিবিসি নিউজ

রবিবার ১৫ই মে ২০২২ ০৯:১৭:০৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ শুরু আজ। চট্টগামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু সকাল ১০টায়। অধিনায়ক মুমিনুল বলছেন টেস্ট চ্যাম্পিয়নশিপে এগিয়ে যেতে দুই ম্যাচেই জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। আর এই ম্যাচে সাকিব আল হাসানের খেলার কথাও নিশ্চিত করেছেন টাইগারদের টেস্ট কাপ্তান।

করোনা নেগেটিভ হয়ে চট্টগ্রামে যাওয়া সাকিব আল হাসান গতকাল দলের সাথে অনুশীলনও করেছেন। সাকিবের ফিটনেস দেখে মুমিনুলও নিশ্চিত করেছে যে, দেশসেরা অলরাউন্ডের খেলতে কোন সমস্যা নেই। প্রস্তুতির জন্য বাংলাদেশ ভালোই সময় পেয়েছে। অন্যদিকে বারাবার বৃষ্টির বাধায় পড়লেও প্রস্তুতি নিয়ে আক্ষেপ নেই শ্রীলঙ্কা অধিনায়কের। পরিসংখ্যানে লঙ্কানদের সাথে ঢের পিয়েছে টাইগাররা। এই পর্যন্ত এই দুই দল ২২ বার মুখোমুখি হয়েছে, যার ১৭টাতেই জয় সফরকারীদের। চারটা ম্যাচ হয়েছে ড্র। কেবল একবারই জয়ের স্বাদ পেয়েছে মুমিনুল হকের দল। তবে দেশের মাটিতে লঙ্কানদের বিপক্ষে কোন জয় নেই টাইগারদের।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার চট্টগ্রাম টেস্টে বাগড়া দিতে পারে বেরসিক বৃষ্টি। ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের প্রতিদিনের পূর্বাভাসেই বলা হয়েছে বৃষ্টি হবে। প্রথম তিন দিনই ঝড়ো বৃষ্টির কবলে পড়তে পারে ম্যাচটি। তবে চট্টগ্রামের আউটফিল্ড এবং ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকায় রোদ-বৃষ্টির লুকোচুরির মাঝে খেলা হলেও ফল পাওয়া সম্ভব।

এর আগে বৃষ্টির কারণে বিকেএসপির প্রস্তুতি ম্যাচেও বাগড়া দিয়েছিল বৃষ্টি। বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে খেলা হয়েছে কেবল ১৮.২ ওভার। ইনডোরে ব্যাটিং, বোলিং অনুশীলন করেই শেষ করুণারত্নে, মেন্ডিসদের প্রস্তুতি।

আজ সকালেও সাকিব-মুশফিকদের অনুশীলনে হানা দিয়েছিল বৃষ্টি। এতে বাংলাদেশ অনুশীলনে পড়ে সাময়িক বিরতি। বৃষ্টি শুরু হওয়ার আগে প্রায় ৪০ মিনিট ব্যাট করেন সাকিব। পরে অবশ্য রোদ উঠেছে, যদিও আর ব্যাট হাতে নামেননি তিনি।

আরও পড়ুন