রাজনীতি, শিক্ষা

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ২২শে জানুয়ারী ২০২০ ০৯:১৬:১৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়ার জেরে ক্যাম্পাস অবরোধের ঘোষণা দিয়েছে ছাত্রলীগের একাংশ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুইগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।  এরই জেরে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে ক্যাম্পাসে লাগাতার অবরোধের ঘোষণা দিয়েছে ছাত্রলীগের একাংশ। এ ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার দুপুরের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিজয় ও সিএফসি গ্রুপের নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে সিএফসি গ্রুপের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলে বিজয় গ্রুপের ওপর হামলা করলে, তিনজন আহত হয়। এরই জেরে দুই গ্রুপের নেতাকর্মীরা, সোহরাওয়ার্দী ও শাহ আমানত হলের সামনে অবস্থান নেয়।

এদিকে, সন্ধ্যার পর আগামীকাল থেকে ক্যাম্পাসে লাগাতার অবরোধের ঘোষণা দিয়েছে ছাত্রলীগের একাংশ।

অন্যদিকে, বিকেল চারটার দিকে ছাত্রলীগের তিনকর্মীর ওপর রেলস্টেশন এলাকায় হামলার ঘটনা ঘটে। আহত তিন শিক্ষার্থী মাহফুজুল হুদা লোটাস, ইব্রাহিম খলিল ও জাহিদ শাকিল ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইনের কর্মী।

আরও পড়ুন