ধর্ম, জাতীয়

চলছে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩০শে জানুয়ারী ২০২০ ০৯:১০:৫০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বুধবার সকাল থেকে পূজার তিথি শুরু হলেও পূজার মূল আনুষ্ঠানিকতা চলবে সকাল ১১টা পর্যন্ত।

সনাতন ধর্মাবলম্বীদের জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী। শাস্ত্র অনুসারে মাঘের পঞ্চমী তিথিতে দেবীর আরাধনায় এরই মধ্যে শুরু হয়েছে ক্ষণ গণনা। বুধবার সকাল থেকে তিথি শুরু হলেও স্বরস্বতী পূজার মূল আনুষ্ঠানিকতা চলবে আজ বৃহস্পতিবার সকাল ১১ টা পর্যন্ত। সনাতন ধর্মাবলম্বীরা শিক্ষাপ্রতিষ্ঠান , পূজা মণ্ডপ ও মন্দিরে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন।

সরস্বতী পূজা উপলক্ষ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। বিভিন্ন টিভি চ্যানেলগুলো প্রচার করছে বিশেষ অনুষ্ঠানমালা।

সারা দেশের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বিভিন্ন বিভাগের আয়োজনে চলছে সরস্বতী পূজা। বিদ্যা, বুদ্ধি, শুদ্ধাচার দিয়ে দেবী সরস্বতী সবাইকে সমৃদ্ধ করবেন, শুভ বুদ্ধি ও বোধ সবার মাঝে জাগ্রত হবে সেই প্রার্থনা করছেন ভক্তরা।

আরও পড়ুন