বাংলাদেশ, জাতীয়

'চালক ও পথচারীকে সচেতন হবার আহ্বান প্রধানমন্ত্রীর'

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বুধবার ১৬ই অক্টোবর ২০১৯ ১১:০৩:০০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চালক থেকে শুরু করে পথচারী সকলকেই সড়কে যাতায়াতের ক্ষেত্রে আরো সচেতন হবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে গণভবনে  ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেই দেশে উন্নয়ন হয়। তাই বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।  

শেখ হাসিনা বলেন, মানুষ অল্প সময়ের মধ্যে যেন এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যোগাযোগ করতে পারবে তার ব্যবস্থা করা হচ্ছে। এসময় সড়ক ব্যবহারের ক্ষেত্রে সকলকে আরো সচেতন হবার আহ্বান জানান তিনি।  ড়ধরণের ট্রাক কোন কোন সড়কে চলতে পারবে না, সেদিকে খেয়াল রাখতে হবে।  

এছাড়া, স্কুল থেকেই শিশুদের ট্রাফিক আইন সম্পর্কে শিক্ষা দেয়ার উপরও গুরুত্ব দেন তিনি। সরকার প্রধান বলেন, ট্রাফিক আইনসহ রাস্তায় চলাচল ও পারাপার সম্পর্কে সকলকে আরো সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন