অর্থনীতি

চীনা-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারের তাগিদ

আবু বকর

ডিবিসি নিউজ

বুধবার ৯ই জুন ২০২১ ০৪:২৪:১৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশে ২৭ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি থাকলেও মাত্র ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে চীন। করোনার মন্দায় দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে দেশটির প্রতিশ্রুত মূলধন আনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা।

আজ বুধবার (৯জুন) সকালে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম এবং বাংলাদেশ চায়না চেম্বার আয়োজিত এক অনলাইন সেমিনারে এ তাগিদ দেন তারা।

সেমিনারের মুল প্রবন্ধে বলা হয়, ঢাকা-বেইজিং অংশীদারিত্ব বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ তার রপ্তানি আয় আরও বাড়াতে পারে। বিশেষ করে চীনের অভ্যন্তরীণ বাজারে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করতে পারে বলেও জানান আলোচকরা। চীনে উচ্চ প্রযুক্তির পণ্য উৎপাদন বাড়তে থাকায় অপেক্ষাকৃত নিম্ন প্রযুক্তির কারখানাগুলো এদেশে স্থানান্তরের সুযোগ তৈরি হয়েছে। এক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তিসহ নানা বাণিজ্য সহজ করতে নানা উদ্যোগ নেয়ার পরামর্শ দেন আলোচকরা।

এসময় চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, চীনা বিনিয়োগকারিরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তাদের ইতিবাচক মনোভাবকে কাজে লাগানোর তাগিদও দেন তিনি।

আরও পড়ুন