আন্তর্জাতিক, আমেরিকা

চীনের বিরুদ্ধে মামলা করেছে আমেরিকা

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩১শে মার্চ ২০২০ ০৬:৪৪:৫২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চীনের বিরুদ্ধে ২০ ট্রিলিয়ন ডলারের মামলা করেছে আমেরিকা।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ক্ষতিপূরণ চেয়ে চীনের বিরুদ্ধে ২০ ট্রিলিয়ন ডলারের মামলা করেছে আমেরিকা। গত ১২ই মার্চ আমেরিকার কয়েকজন সাধারণ নাগরিক ও ব্যবসায়ী ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফেডারেল ডিস্ট্রিক্ট আদালতে এ মামলা করেন।

মামলায় বলা হয়, করোনাভাইরাস মোকবেলায় চীন সরকারের ভুল পদক্ষেপের কারণে তারা বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

বারমান ল’ গ্রুপের এক মুখপাত্র বলেন, আমেরিকাজুড়ে প্রায় একই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে যার মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও বড় বড় কোম্পানি রয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তারা সবাই ক্ষতির শিকার।

ওই মুখপাত্র বলেন, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সম্প্রতি বলেছেন যে, আমেরিকার সেনারা সম্ভবত চীনে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়েছে। এ কারণেই প্রধানত মামলা করা হয়েছে। একই ধরনের মামলা করা হয়েছে টেক্সাস ও নেভাদাতেও।

গত ডিসেম্বর মাসের শেষ দিকে চীনের উহান শহরে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে। বর্তমানে চীনে এর দাপট শেষ হলেও ইউরোপ ও আমেরিকায় তা ভয়াবহ প্রাণঘাতী হয়ে উঠেছে। এ মুহূর্তে আমেরিকাতেই সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

আরও পড়ুন