আন্তর্জাতিক, এশিয়া

চীনে করোনা টিকার দুই ডোজ নিল ৭৬.৩ শতাংশ মানুষ

আবু বকর

ডিবিসি নিউজ

শনিবার ২০শে নভেম্বর ২০২১ ০৭:৩১:০০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চীনে এখন পর্যন্ত মোট জনসংখ্যার ৭৬ দশমিক ৩ শতাংশ মানুষ করোনা টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন।

শনিবার চীনের ন্যাশনাল হেলথ কমিশনের কর্মকর্তা উ লিয়াংইউ এ তথ্য নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

উ লিয়াংইউ বলেন, এর মধ্যে ৬ কোটি ৫৭ লাখ ৩০ হাজার মানুষ করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন।

এদিকে, দেশিটির ন্যাশনাল হেলথ কমিশনের মুখপাত্র মি ফেন্জ এক সংবাদ সম্মেলনে বলেন, চীনে এখন পর্যন্ত মোট ১০৭ কোটি ৬০ লাখ মানুষ করোনা টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন।

বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৭১ লাখ ৩০ হাজার ৫০১ জন। সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ লাখ ৫৯ হাজার ৩৯ জন এবং সুস্থ হয়েছেন ২৩ কোটি ২১ লাখ ৮৭ হাজার ৫৯১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন সময় করোনার সংক্রমণ কমবেশি হয়েছে। তবে চলতি বছরের মে মাসের শেষের দিকে করোনার ডেল্টা ধরনের দাপটে সারা বিশ্বে করোনা পরিস্থিতি খারাপ হতে থাকে।

এর আগে, একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। গত আগস্টের প্রথম দিকে করোনার গণটিকা দেওয়া শুরু হয়। এরপর সংক্রমণ ও মৃত্যু উভয়ই কমতে শুরু করে।

আরও পড়ুন