আন্তর্জাতিক, এশিয়া

চীনে তীব্র ঠান্ডায় ২১ দৌড়বিদের মৃত্যু

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২৩শে মে ২০২১ ০৪:০৩:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চীনে একটি আল্ট্রাম্যারাথন প্রতিযোগিতা চলাকালে চরম ঠাণ্ডা আবহাওয়ার কারণে ২১ দৌড়বিদ মারা গেছে। শনিবার দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে এ ঘটনা ঘটেছে।

চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী ইয়েলোর একটি বাঁকে বাইয়িন শহরে  ১০০ কিলোমিটারের দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। রবিবার বাইয়িন শহরে এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, দুপুরের দিকে পর্বতের কাছে হিমশীতল শিলাবৃষ্টি ও প্রবল বাতাসের কারণে তাপমাত্রা দ্রুত নেমে যায়।

প্রতিযোগিদের উদ্ধারে প্রায় এক হাজার দুইশ উদ্ধারকর্মী কাজ করছে। তবে বৈরী আবওহাওয়া ও   জটিল ভূমিগঠনের কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে উদ্ধার অভিযান। মোট একশ ৭২ জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। এদের মধ্যে আহতরাসহ ১৫১ জন প্রতিযোগী নিরাপদ আছেন।  

আরও পড়ুন