ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সা ও বায়ার্ন

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

রবিবার ৯ই আগস্ট ২০২০ ০৮:০৪:২৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কোয়ার্টার ফাইনালে বার্সার মুখোমুখি হবে বায়ার্ন।

চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অব সিক্সটিনে জয় পেয়েছে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হবে দুই হেভিওয়েট দল। নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে বার্সা। আর চেলসির বিপক্ষে বায়ার্নের জয় ৪-১ গোলের।

ঘরের মাঠে দাপট দেখিয়েই জিতেছে বার্সেলোনা। ম্যাচের দশ মিনিটেই লিড নেয় কাতালানরা। ইভান রাকিতিচের ক্রসে মাথা ছুয়ে বল জালে জড়ান লংলে। এরপরেই লিওনেল মেসির ঝলক। দুর্দান্ত গোলে লিড দ্বিগুন করেন বার্সা অধিনায়ক। চ্যাম্পিয়ন্স লিগে  লিও'র এটি ১১৫তম গোল। ফাস্টহাফের ইনজুরি টাইমে গোল হয় আরো দুইটা। সফল স্পট কিকে বার্সার ব্যবধান বাড়ান লুইস সুয়ারেজ।

ঠিক একইভাবে ইনসিনিয়ের স্কোরে এক গোলশোধ করে নাপোলি। সেকেন্ডহাফে জাল খুজে পায়নি কোন দল। তাতে দুই লেগ মিলে ৪-২ গোলের ব্যবধানে শেষ আটে পা রাখে বার্সেলোনা।    

অন্যদিকে, প্রথম লেগে ৩-০ ব্যবধানের জয়ে কোয়ার্টারে এক পা দিয়েই রেখেছিল বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় লেগেও জার্মান জায়ান্টদের কাছে পাত্তাই পায়নি চেলসি। গোল উৎসবের শুরু ম্যাচের দশ মিনিটে। সফল স্পট কিকে বায়ার্নকে এগিয়ে নেন লেভান্ডস্কি। ২৪ মিনিটে লিড ডাবল করেন ইভান পেরিসিচ। বিরতির আগে আব্রাহামের স্কোরে এক গোলশোধ করে চেলসি। তবে ম্যাচে ফেরা হয়নি।

সেকেন্ড হাফে ইংলিশ জায়ান্টরা হজম করে আরো দুই গোল। ৭৬ মিনিটে স্কোরশিটে নাম লেখান তোলিসো। শেষ দিকে এবারের আসরে ১৩তম গোলের দেখা পান লেভান্ডস্কি। সব মিলিয়ে এ মৌসুমে পোলিশ স্ট্রাইকারের গোল সংখ্যা ৫৩।

আরও পড়ুন