ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি'র ড্র, জয় পেয়েছে রিয়াল, লিভারপুল, ম্যানসিটি

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৬ই সেপ্টেম্বর ২০২১ ১২:২৮:৪২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি'র ড্র' এর দিলে নিজেদের আলাদা ম্যাচে জয় পেয়েছে রিয়াল, লিভারপুল, ম্যানসিটি।

চ্যাম্পিয়ন্স লিগে মেসি, নেইমার এমবাপ্পে একসাথে নামলেও পূর্ণ পয়েন্ট আদায় করতে পারলো না পিএসজি। ক্লাব ব্রুজের সাথে ১-১ গোলে ড্র করেছে প্যারিসিয়ানরা। ইন্টারের মাঠে থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। লিভারপুলের কাছে ৩-২ গোলে হেরেছে এসি মিলান।  লাইপজিগকে ৬-৩ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

প্রথমবারের মত পিএসজির শুরুর একাদশে মেসি, নেইমার, এমবাপ্পে জুটি। ক্লাব ব্রুজের বিপক্ষে সহজ জয় পাবে প্যারিসিয়ানরা। এমন আশাতেই সবার চোখ ছিলো এ ম্যাচের দিকে। আক্রমণাত্মক খেলে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় প্যারিসিয়ানরা। এমবাপ্পের কাটব্যাকে স্কোরশিটে নাম লেখান এন্দের হেরেরা। 

লিড ধরে রাখতে ব্যর্থ হয় পিএসজি। কিছুক্ষণ পরেই ফানাকেনের গোলে সমতা ফেরায় ব্রুজ। সবাইকে অবাক করে দিয়ে পয়েন্ট নিয়ে মাঠে ছাড়ে বেলজিয়ামের ক্লাবটি। আর হোঁচট খেয়ে চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু করে, ২০১৯/২০ মৌসুমের রানার্সআপ পিএসজি।

আরেক ম্যাচে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি ইতালির চ্যাম্পিয়ন ইন্টার মিলান। প্রথমার্ধটা চ্যাম্পিয়নের মতই খেলেছে ইন্টার। জেকোর শট পা বাড়িয়ে ঠেকান থিবো কোর্তোয়া। এরপর দারুণ পজিশনে বল পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতোরো মার্তিনেজ। 

হাফ টাইমের পর জ্বলে উঠে কার্লো আনচেলত্তির ছেলেরা। বেশ কিছু আক্রমণ করলেও গোল পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের শেষ পর্যন্ত। কামাভিঙ্গার পাসে দারুন ফিনিশিংয়ে জয়সূচক গোলটি করেন বদলি নামা রদ্রিগো। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোলে জয় নিয়ে মাঠে ছাড়ে লস ব্লাঙ্কোরা।

অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি হয়েছিলো এসি মিলান। শুরু থেকেই আক্রমনাত্মক অল রেডরা। ৯ মিনিটে ট্রেন্ট আর্নল্ডের নেয়া শট প্রতিপক্ষ ডিফেন্ডার ফিকায়ো তোমোরির পায়ে লেগে জালে জড়ালে লিড নেয় সাদিও মানেরা। 

এরপর স্পট কিক থেকে দুইবার ব্যর্থ মো সালাহ। হাফ টাইমের আগে দুই গোল করে দলকে লিড এনে দেন রেবিচ ও ব্রাহিম ডিয়াজ। 

বিরতি থেকে ফিরে এসে দারুন ভলিতে সমতা ফেরান পেনাল্টি মিস করা মিশরীয় ফরোয়ার্ড সালাহ। এরপর অধিনায়ক হেন্ডারসনের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের ছেলেরা।

আরও পড়ুন