জাতীয়, রাজনীতি

'ছাত্ররাজনীতি বন্ধের পাঁয়তারা করছে সরকার'

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১৪ই অক্টোবর ২০১৯ ০২:৩২:১৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শুধু ছাত্রলীগের অপকর্মের কারণে বিরাজনীতিকরণের অংশ হিসেবে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের পাঁয়তারা করছে সরকার। সরকারের কাছে দুর্নীতির রুই-কাতলারা দেশপ্রেমিক।

শুধু ছাত্রলীগের অপকর্মের কারণে বিরাজনীতিকরণের অংশ হিসেবে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের পাঁয়তারা করছে সরকার। এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সরকারের কাছে দুর্নীতির রুই-কাতলারা দেশপ্রেমিক।

এ সময় রুহুল কবির রিজভী আহমেদ বলেন,'বালিশকান্ডের মতো বড় বড় দুর্নিতীগুলো শুধু বাংলাদেশেই নয়, বিশ্ববাসীকেও তাক লাগিয়ে দিয়েছে। বড় বড় দুর্নিতীর মহরথীরা ক্যাবিনেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছেন।'

আরও পড়ুন