বাংলাদেশ, জাতীয়, রাজনীতি, শিক্ষা

ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধে হাইকোর্টে রিট

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

রবিবার ১৩ই অক্টোবর ২০১৯ ০৪:৪২:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রিটে বুয়েট ছাত্র আবরার ফাহাদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ারও নির্দেশনা চাওয়া হয়েছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা চেয়ে রিট হয়েছে। রবিবার সকালে, সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন।

দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের র‌্যাগিং বন্ধ, নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজনৈতিক বিবেচনায় উপাচার্য এবং শিক্ষক নিয়োগ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আরজি জানানো হয়েছে।

এছাড়া, রিট আবেদনে মন্ত্রিপরিষদ, আইন, স্বরাষ্ট্র, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক, বুয়েট, ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আওয়ামী লীগের সভাপতি ও বিএনপির চেয়ারপারসনকে বিবাদী করা হয়েছে।

আরও পড়ুন