আন্তর্জাতিক, আমেরিকা

জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে ক্যালিফোর্নিয়ার দাবানল

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২০ ১১:৪০:২২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগের চেয়ে এখন অনেক বেশি ঝুঁকিতে ক্যালিফোর্নিয়া।

জলবায়ু পরিবর্তনের কারণেই ক্যালিফোর্নিয়ায় দাবানলের মাত্রা ও এর প্রভাব বাড়ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক উষ্ণতার জন্য বেড়ে চলেছে দাবানল। আগের চেয়ে এখন অনেক বেশি ঝুঁকিতে ক্যালিফোর্নিয়া। আগস্টে শুরু হওয়া দাবানল ১৮ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ।  এতে ৩০ জনের বেশি প্রাণ হারায় ও হাজার হাজার মানুষের ঘরবাড়ি পুড়ে যায়।  

এ বছরের শুরুতে একই গবেষক দল ২০১৯-২০ সালে অস্ট্রেলিয়ায় দাবানলের উৎপত্তি নিয়েও প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে বলা হয়- উচ্চ তাপমাত্রা, কম আর্দ্রতা, কম বৃষ্টিপাত ও ভারি বাতাসের মতো আবহাওয়ার কারণে ঘন ঘন দাবানল ও এর ভয়াবহতা বাড়ছে।

আরও পড়ুন