আন্তর্জাতিক, আমেরিকা, এশিয়া

জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে চায় তালেবান

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ২২শে সেপ্টেম্বর ২০২১ ০৯:২০:৩৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতিসংঘের সাধারণ অধিবেশনে তালেবানকে অংশগ্রহণের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। সোমবার বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘে পাঠানো এক চিঠিতে এই আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

এই বিষয়ে জাতিসংঘের মুখপাত্র জানান, উচ্চ পর্যায়ের বিতর্কে তালেবানের অংশ নেয়ার ব্যাপারে সংস্থার সংশ্লিষ্ট ক্রেডেনশিয়াল কমিটি সিদ্ধান্ত নেবে। এই কমিটিতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়াসহ নয়টি দেশের সদস্য রয়েছে।

আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালেবানের দাবি, ক্ষমতাচ্যুত সরকারের সাবেক রাষ্ট্রদূত এখন আর আফগানিস্তানকে প্রতিনিধিত্ব করে না। দোহা আলোচনায় তালেবানের মুখপাত্র সুহাইল শাহিনকে জাতিসংঘে আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আরও পড়ুন