বাংলাদেশ, আন্তর্জাতিক, আমেরিকা

জাতিসংঘে রোহিঙ্গা মানবাধিকার প্রস্তাব

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শুক্রবার ১৫ই নভেম্বর ২০১৯ ০৬:০৪:১৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মিয়ানমারে রোহিঙ্গাসহ অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষায় ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক সংস্থা ওআইসির যৌথ প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ।

স্থানীয় সময় বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত ৭৪তম সাধারণ অধিবেশনে প্রস্তাবটি গৃহীত হয়। প্রস্তাবটির পক্ষে ১৪০ এবং বিপক্ষে ৯টি ভোট পড়ে। প্রস্তাবটি গৃহীত হওয়ায় ওআইসি ও ইউরোপীয় ইউনিয়নকে এক বিবৃতি ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ।

আন্তর্জাতিক সম্প্রদায়ের এই উদ্যোগ রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদার সঙ্গে প্রত্যাবর্তন আরো সহজ করবে বলেও বিবৃতিতে জানানো হয়।

এছাড়া, এই প্রস্তাবের মাধ্যমে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানোর অপরাধে মিয়ানমার সেনাবাহিনীকে বিচারের মুখোমুখি করার পথ প্রশস্ত হয়েছে বলে জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের দূত মাসুদ বিন মোমেন।  

আরও পড়ুন