জাতীয়, ফুটবল

জাতীয় দলের সব ফুটবলার ও অফিসিয়ালদের ফের করোনা টেস্ট আজ

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

সোমবার ১০ই আগস্ট ২০২০ ০১:১৭:১৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

একই দিনে সবাইকে দুই জায়গায় করানো হচ্ছে করোনা টেস্ট।

ফের করোনা টেস্ট করা হচ্ছে জাতীয় দলের সব ফুটবলার ও অফিসিয়ালদের। ফলাফল নিয়ে দ্বিধা দূর করতে আজ দুই জায়গায় হবে ফুটবলারদের কোভিড টেস্ট। আর এই টেস্টের ফলাফলের পরই নেয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।

ফুটবলাররা স্বশরীরে হাসপাতালে যাচ্ছেন না। গাজীপুরের সারাহ রিসোর্টের ক্যাম্প থেকে তাদের নমুনা সংগ্রহ করে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেছে ফুটবল ফেডারেশন।সন্ধ্যার দিকে টেস্টের ফলাফল হাতে পাওয়ার আশা করছে বাফুফে। দুই পরীক্ষাতেই কোনো খেলোয়াড় করোনা পজিটিভ হলে, তাকে আইসোলেশনে রাখা হবে। তবে, এক টেস্টে পজিটিভ এবং অন্য টেস্টে নেগেটিভ হলে, ঐ ফুটবলারের আরও একবার পরীক্ষা করা হবে। তিন দফায় কোভিড টেস্টে ১৮ জন পজিটিভ হওয়ায় এখন শঙ্কায় সুস্থ থাকা ফুটবলাররাও।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে ৩৬ ফুটবলারকে নিয়ে জাতীয় দলের ক্যাম্প হওয়ার কথা। কিন্তু, অধিকাংশ খেলোয়াড় করোনা পজিটিভ হওয়ায় বিপাকে পড়েছে বাফুফে।

আরও পড়ুন