আন্তর্জাতিক, এশিয়া

জাতীয় নিরাপত্তা আইনের আওতায় হংকংয়ে আরও ১০ জন গ্রেপ্তার

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১১ই আগস্ট ২০২০ ০১:৩৯:৪৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চীনের বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের আওতায় আরও ১০ গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ।  

সোমবার তাদের গ্রেপ্তারের ঘোষণা দেয় হংকং পুলিশ। তাদের বয়স ২৩ থেকে ৭২ বছর। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

পুলিশের দাবি, হংকং এবং বেইজিংয়ের সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে বিভিন্ন দেশকে চাপ দিয়েছে তারা।

এদিকে, হংকংয়ের মিডিয়া মুগল জিমি লাই-কে আটকের পরও বেইজিংয়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে তার সংবাদপত্র অ্যাপল ডেইলি'র সাংবাদিকরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১১ আগস্ট) পত্রিকার প্রথম পাতায় জিম্মি লাই গ্রেপ্তারের ছবি সংযুক্ত করে সরকারের বিরুদ্ধে লড়াই চালানোর ঘোষণা দিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে অ্যাপেল ডেইলি।

জানা গেছে, ওই খবর প্রকাশের পর হংকংয়ের জনগণ পত্রিকার দোকানগুলো থেকে অ্যাপল ডেইলি পত্রিকাটি লাইন ধরে কিনেছে। বিক্রেতারা জানিয়েছে, মঙ্গলবার অল্প সময়ের মধ্যেই হংকংয়ের জনপ্রিয় পত্রিকাটির বিক্রি শেষ হয়ে গেছে।

এ দিকে অ্যাপল পত্রিকাটির পক্ষ থেকে জানানো হয়, তাদের মালিক গ্রেপ্তারের পর তারা পত্রিকাটির ৫০ হাজারের বেশি কপি ছাপিয়েছে। সাধারণ দিনগুলোতে তারা পত্রিকাটির ১ লাখ কপি ছাপিয়ে থাকে।

আরও পড়ুন