বাংলাদেশ, জাতীয়

জাতীয় শোক দিবস: সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শনিবার ১৫ই আগস্ট ২০২০ ০৮:২৭:৩৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতির পিতার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সারাদেশে দোয়া, মিলাদ মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ ও ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।

কেরাণীগঞ্জের আগানগরে জ্বালানি প্রতিমন্ত্রী ও স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে দুস্থদের জন্য গণভোজের আয়োজন করা হয়।

১৫ই আগস্টে শহীদদের রুহের মাগফেরাত কামনায় নড়াইলের ২৮টি এতিমখানায় দোয়া ও খাবার সরবরাহ করা হয়। নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজার উদ্যোগে এসব এতিমখানায় প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেও দোয়া করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেছে পিরোজপুর জেলা পুলিশ। আজ শনিবার দুপুরের পর শহরের বড় মসজিদ মোড়ে এই খাবার বিতরণ করা হয়। 

শরীয়তপুরে ১ হাজার ২শ' বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন করা হয়েছে। এদিকে জাতীয় শোক দিবসে নোয়াখালীর চৌমুহনী পৌর চত্তরে জাতির পিতার ম্যুরাল উদ্বোধন করেছেন চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল।

নবনির্মিত ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়রসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।  পরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আরও পড়ুন