জাতীয়, অর্থনীতি, প্রবাস

'জানুয়ারির মধ্যেই মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো শুরু হবে'

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২১শে ডিসেম্বর ২০২১ ০৪:২৬:৪০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জানুয়ারির মধ্যেই মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের এ কথা জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। কর্মীদের বিদেশে যাওয়ার সব ব্যয় নিয়োগদাতা প্রতিষ্ঠান বহন করবে বলেও জানান মন্ত্রী। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ডাটাবেজের মাধ্যমে শ্রমিক পাঠানো হবে। যেন কর্মীরা স্বল্প খরচে সেখানে যেতে পারেন বলেও উল্লেখ করেন মন্ত্রী।

মালয়েশিয়ায় যাওয়ার ব্যাপারে কারও সঙ্গে কোনও আর্থিক লেনদেন না করার পরামর্শ দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।

তিন বছর বন্ধ থাকার পর গেল ১৯শে ডিসেম্বর মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে বাংলাদেশের সঙ্গে সমঝোতা চুক্তি সম্পন্ন হয়। এই চুক্তির ফলে প্রায় তিন বছর বন্ধ থাকার পর ফের উন্মুক্ত হতে যাচ্ছে দেশটির শ্রমবাজার। নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

আরও পড়ুন