আন্তর্জাতিক, এশিয়া

জাপানে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৫

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১৪ই অক্টোবর ২০১৯ ১২:২৬:৩১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড় হাগিবিসের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। এখনো নিখোঁজ রয়েছে অন্তত ১৭ জন।  এছাড়াও ১৬৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড় হাগিবিসের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। এখনো নিখোঁজ রয়েছে অন্তত ১৭ জন। এছাড়াও ১৬৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

দেশজুড়ে উদ্ধারকাজ চালাচ্ছে ১ লাখ ১০ হাজার উদ্ধারকর্মী। ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়ে গেছে বহু বাড়িঘর। দেশটিতে পাঁচ দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ছিল হাগিবিস।

গেল মাসে ঘূর্ণিঝড় ফাসাইয়ের আঘাতে টোকিওর পূর্বাঞ্চলীয় চীবা জেলায় ৩০ হাজার স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়। দেশটির কয়েকটি শহরে এখনো জলাবদ্ধতা রয়ে গেছে বলে জানা গেছে।  

আরও পড়ুন