বিনোদন, বলিউড

জামিয়া-আলিগড়ের বিক্ষোভকারীদের সমর্থন করলেন প্রিয়াঙ্কা চোপড়া

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৯শে ডিসেম্বর ২০১৯ ০৬:৩৫:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে যারা প্রতিবাদ করছেন তাদের উপর হিংসাত্মক আচরণ করা ভুল, জামিয়া এবং আলিগড় বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীদের সমর্থনে বললেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

রবিবার সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার সময় জামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশি অভিযানের নিন্দা করে এ কথা বলেন তিনি।

সংশোধিত নাগরিকত্ব আইনে বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৪ সালের মধ্যে যে সব অমুসলিম মানুষরা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তারা এবার ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। নতুন আইনটির মাধ্যমে ধর্মের ভিত্তিতে বিবেচনা করে অবৈধ অভিবাসীদের দেশের নাগরিক হিসাবে স্বীকৃতি দেওয়া সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী, এমনটাই দাবি করে ওই আইনের বিরুদ্ধে বিক্ষোভ আছড়ে পড়ে দেশের বিভিন্ন জায়গায়।

প্রসঙ্গত, রবিবার দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন নাগরিকত্ব আইনের প্রতিবাদ করছিলেন সেই সময়েই বিশ্ববিদ্যালয় চত্বরে বিনা অনুমতিতে প্রবেশ করে পুলিশ, আটক করে বিক্ষোভরত শতাধিক ছাত্র-ছাত্রীকে।

আরও পড়ুন