জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

রবিবার ১২ই জানুয়ারী ২০২০ ০১:৫৯:১৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নানা আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার সকালে, জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কমকর্তা-কমচারিদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে সেলিম আল দীন উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।  

এছাড়া, দিনব্যাপী আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের। ১৯৭০ সালে ১৫০ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে ‘জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়’।

 ১৯৭১ সালের ১২ই জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় । স্বাধীনতার পর এর নামকরণ হয় ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’। বর্তমানে ছয়টি অনুষদ ও ৪টি ইনস্টিটিউটের অধীনে ৩৬টি বিভাগে ১৩ হাজারের বেশি শিক্ষার্থী ও সাড়ে সাতশো শিক্ষক রয়েছেন।

আরও পড়ুন