শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১২ই জানুয়ারী ২০২১ ০৪:১৯:০৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা পরিস্থিতিতে সীমিত আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে, বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে এক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে কয়েক’শ গাছের চারা রোপণ করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আজ অন্যান্য আয়েজনের মধ্যে রয়েছে দুপুরে প্রাক্তন উপাচার্য ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে স্মৃতিচারণমূলক ভার্চুয়াল আলোচনা, সন্ধ্যায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইনে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে অ্যালামনাই অ্যাসোসিয়শনের ব্যানারে সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরের নেতৃত্বে শিক্ষকদের আরেকটি দল বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় পতাকা উড়িয়ে ও কেক কেটে ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।

আরও পড়ুন