জেলার সংবাদ

জাহাজের ধাক্কায় কার্গো ডুবি, নিহত ১

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৭ই জুলাই ২০২০ ০৮:৪৯:৪২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শীতলক্ষ্যায় পণ্যবাহী জাহাজের ধাক্কায় পাথর বোঝাই কার্গো ডুবি ঘটনায় একজন নিহত।

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে একটি পণ্যবাহি জাহাজের ধাক্কায় আল কুদ্দুস নামের একটি পাথর বোঝাই কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে বন্দর খেয়াঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবুল কালাম ওরফে বাদল মাস্টার। তিনি ডুবে যাওয়া কার্গো জাহাজের চালক ছিলেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ নদী বন্দরের ডুবুরি দলের উদ্ধারকর্মীরা জানান, এম ভি সিটি ৫৪ নামের পণ্যবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই পাথর বোঝাই কার্গোটি নদীতে ডুবে যায়। এ সময় কার্গোটিতে চালকসহ আরো ছয়জন শ্রমিক ছিলেন। দুর্ঘটনার সময় শ্রমিকরা নদীতে সাঁতরে তীরে উঠলেও কার্গোচালক বাদল মাস্টার তার রুমে আটকা পড়ে যান।

খবর পেয়ে বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল তল্লাশি চালিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে, নারায়ণগঞ্জ সদরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদল মাস্টারকে মৃত ঘোষণা করেন। ডুবুরি দল ডুবে যাওয়া কার্গো জাহাজটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন