রাজনীতি, জেলার সংবাদ

জিয়াউর রহমান দেশে ভোট ডাকাতির রাজনীতি শুরু করেছিলেন: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৪ঠা ফেব্রুয়ারি ২০২০ ০২:৩৩:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, 'সিটি কর্পোরেশনের ফল প্রত্যাখান করবে কি করবে না এটা বিএনপির বিষয়। তবে জনগণ বিএনপিকে প্রত্যাখান করেছে সেটি এবারও প্রমাণিত হয়েছে।'

মঙ্গলবার সকালে, কুষ্টিয়া পিটিআই রোডস্থ নিজ বাসভবনে দলীয় নেতা কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, 'এই দল ক্ষমতায় থাকতেও দেশ বিরোধী কাজ করেছে, ক্ষমতার বাইরে থেকেও উন্নয়ন ও অগ্রগতির বিরুদ্ধে কাজ করেছে। তাই এই দলকে নিয়ে মানুষ আর ভাবছে না।'

ইভিএম পদ্ধতির মাধ্যমে আগামীতে ভোট ডাকাতির রাজনীতি কায়েম করতে চায় সরকার। বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে হানিফ বলেন, 'বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রথম এ দেশে ভোট ডাকাতির রাজনীতি শুরু করেছিলো। তিনি হাঁ-না ভোট করেছিলেন এবং কোথাও কোথাও ১২০ পার্সেন্ট ভোট পড়েছিলো। সেটাও দেশবাসী জানে। বিএনপি ১ কোটি ৩০ লক্ষ ভুয়া ভোটার বানিয়ে কারচুপির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলো। আজিজ মার্কা ভোট করেছিলো। ভোট সংক্রান্ত এত অপকর্মের সঙ্গে যারা জড়িত, তাদের মুখে ভোট নিয়ে কোন কথা মানায় না।'

এসময়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী ফারুকজ্জামান, জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভির আরাফাত পিপিএমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন