বাংলাদেশ, জেলার সংবাদ

জুয়েল হত্যার আসামীর স্বীকারোক্তিমূলক জনানবন্দী

লালমনিরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ২৭শে নভেম্বর ২০২০ ০৬:৩৮:৪৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লালমনিরহাটের বুড়িমারীতে জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা মামলার আসামী রাসেল ইসলাম বিশু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

আজ শুক্রবার বিকেলে লালমনিরহাট জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইসরাফিল আলমের আদালতে মামলার অন্যতম আসামী রাসেল ইসলাম বিশু'র জবানবন্দি রেকর্ড করা হয়।

লালমনিরহাটের বুড়িমারীতে গুজব রটিয়ে জুয়েল নামের এক ব্যাক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা মামলার আসামী রাসেল ইসলাম বিশুর পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে ১৬৪ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে। এরপর তাকে কারাগারে পাঠানোর রায় দিয়েছে আদালত।

গত ২০শে নভেম্বর পাটগ্রাম কলেজ মোড় এলাকা থেকে রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২১শে নভেম্বর আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

উল্লেখ্য, এই হত্যা মামলায়  এখনও পর্যন্ত ১৫ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এদের মধ্যে মামলার প্রধান আসামী আবুল হোসেন, মসজিদের খাদেম জোবেদ আলীসহ আরও চারজন ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

 

আরও পড়ুন