প্রবাস

জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট এমআরপি রি-ইস্যু আবেদন জমা নেবে

সাগর চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ২১শে এপ্রিল ২০২১ ১১:২০:১২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের পাঁচ বছর মেয়াদী এমআরপি রি-ইস্যুর আবেদন সরাসরি জমা দেয়া যাবে কনস্যুলেটে।

মঙ্গলবার (২০ এপ্রিল) জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। নবনিযুক্ত কনসাল জেনারেল নাজমুল হক যোগদানের পরেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছেন প্রবাসীরা। 

এতে বলা হয়েছে, আগামী ২ মে রবিবার থেকে সৌদি আরবের জেদ্দা কনস্যুলেটের আওতাধীন এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ৫ বছর মেয়াদী এমআরপি পাসপোর্ট রি-ইস্যুর আবেদন সরাসরি জমা নেয়া হবে কনস্যুলেটে। পাশাপাশি আউটসোর্সিং ইডিসিতেও পাসপোর্ট জমা নেয়া ও বিতরণ অব্যাহত থাকবে। 

প্রয়োজনীয় পরামর্শ পেতে কনস্যুলেটের টোল ফ্রি হটলাইন নম্বরে (৮০০২৪৪০০৫১) যোগাযোগের আহবান জানিয়েছে কনস্যুলেট। এছাড়া পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কন্স্যুলেটের অফিস কার্যক্রম চলবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, রিয়াদ অঞ্চলে আউটসোর্সিং ইডিসি এমআরপি রি-ইস্যু, রিনিউ আবেদন গ্রহণ ও বিতরণ করে আসছে। 

আরও পড়ুন