জেরুজালেমে ছুরি হামলা

ইসরায়েলি নাগরিক ও ফিলিস্তিনি হামলাকারী নিহত

Faruque

ডিবিসি নিউজ

রবিবার ২১শে নভেম্বর ২০২১ ০৭:০৩:১৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফিলিস্তিনি এক ব্যক্তির গুলি ও ছুরিকাঘাতে একজন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। এ ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ওই হামলাকারীও নিহত হয়েছেন। আহতদের মধ্যে ইসরায়েলি পুলিশের দুই কর্মকর্তাও রয়েছেন।

অধিকৃত পূর্ব-জেরুজালেমের পুরোনো নগরীর বাব আল-সিলসিলা থেকে আল-আকসা মসজিদ ভবনের সামনের দিকের রাস্তায় রোববার সকালের দিকে এই ঘটনা ঘটেছে।

পূর্ব জেরুজালেমের বাসিন্দা ওই ফিলিস্তিনি একটি সাবমেশিনগান এবং ছুরি নিয়ে হামলা চালায়। ফিলিস্তিনের স্থানীয় গণমাধ্যম বলছে, ইসরায়েলি পুলিশের গুলিতে নিহত ফিলিস্তিনি নাগরিক ফাদি বাব আজ-জাহরার কাছের ওল্ড সিটির মুসলিম এলাকার সবচেয়ে পুরোনো এবং একমাত্র আল-রশিদিয়া বয়েজ পাবলিক হাই স্কুলে শিক্ষকতা করতেন।

হামলার পর ওই স্কুলটিতে ইসরায়েলি বাহিনী দফায় দফায় অভিযান চালায়। ১৯৬৭ সালের এক যুদ্ধের পর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জেরুজালেমের পূর্ব অংশ দখল নেয় ইসরায়েল।

দুর্ঘটনার এলাকার আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে।

আরও পড়ুন