জাতীয়, নারী

জেলে খেটে দেশে ফিরলেন পাচারের শিকার ১৭ নারী

যশোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২১শে ডিসেম্বর ২০২০ ১২:৫৪:৫৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল বন্দর দিয়ে দেশে ফিরেছেন ১৭ নারী।

রবিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার সময় তাদের ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। নানা ভোগান্তির পর দুই বছর পর্যন্ত ভারতে জেল খেটে দেশে ফিরতে পেরেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী নারীরা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ফেরত আসা নারীরা পাসপোর্ট ছাড়া ভারতের পুনে শহরে বিভিন্ন কাজ করার সময় সেদেশের পুলিশের কাছে আটক হয়। এরপর আদালতের মাধ্যেমে তাদের জেলখানায় পাঠানো হয়। পরে, রেসকিউ ফাউন্ডেশন নামে একটি সংস্থা তাদের নিজেদের শেল্টার হোমে রাখে।

সেখানে দুই বছর থাকার পর ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছেন বলেও জানান আহসান হাবিব। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন