ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

শুক্রবার ২৪শে জানুয়ারী ২০২০ ০৩:২০:৫৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তান সফরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

পাকিস্তান সফরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছেন বাংলাদেশ এবং পাকিস্তান। ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ।

এই ম্যাচের মধ্যে দিয়ে দীর্ঘ এক যুগ পর পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। গেল কয়েক সিরিজের ধারাবাহিকতায় ভালো পারফরমেন্সে আশাবাদী বাংলাদেশ। তরুণদের পাশাপাশি অভিজ্ঞ ক্রিকেটাররা একসঙ্গে পারফর্ম করতে পারলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতা সম্ভব বলে আগেই মন্তব্য করেছেন টাইগার ক্যাপ্টেন।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেই ২৫ ও ২৭শে জানুয়ারি সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পূর্ণাঙ্গ সিরিজের প্রথম ধাপের সফর শেষে ২৮শে জানুয়ারি দেশে ফিরবে টাইগাররা।

বাংলাদেশ একাদশে রয়েছেন, তামিম ইকবাল, মোহাম্মদ নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।

অন্যদিকে পাকিস্তান একাদশে রয়েছেন, আহসান আলি, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ।

আরও পড়ুন